ইনসাফ বারাকাহ হাসপাতালে কম খরচে কিডনি চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৬ মার্চ ২০২৩

কিডনি দিবস উপলক্ষে কম খরচে কিডনি চিকিৎসার সুযোগ দিচ্ছে ইনসাফ বারাকাহ হাসপাতাল। ১৫ মার্চ পর্যন্ত এই সুযোগ থাকবে। সোমবার (৬ মার্চ) এক মতবিনিময় সভায় এ কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এরমধ্যে ফ্রি কিডনি পরীক্ষা, এক হাজার টাকায় হেলথ চেকআপ এবং ৩৫ হাজার টাকায় কিডনি পাথরের অপারেশন করা হবে। ইনসাফ বারাকাহ হাসপাতাল রাজধানীর মগবাজারে অবস্থিত।

ইনসাফ বারাকাহ হাসপাতালে ১৫ মার্চ পর্যন্ত যে সেবা মিলবে

১. প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

আরও পড়ুন: দেশে বছরে ৪০ হাজার মানুষ কিডনি বিকলের শিকার

২. ক্যাম্পে রেজিস্ট্রেশনভুক্ত রোগীদের কিডনি সম্পর্কিত সিরাম ক্রিটিনিন, ইউরিন আর/ই পরীক্ষা ও ডেন্টাল চেকআপ ফ্রি করা হবে।

৩. ক্যাম্প চলাকালীন প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের মূল দাম থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

৪. এক হাজার টাকায় ৬টি পরীক্ষা আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, সিরাম ক্রিটিনিন, আরবিএস, ইউরিন আর/ই, প্যাকেজে হেলথ চেকআপ করার সুযোগ থাকবে।

৫. ৩৫ হাজার টাকায় প্যাকেজে কিডনির পাথর অপারেশন করা হবে (মেডিসিন ছাড়া)।

আরও পড়ুন: কিডনি রোগের যে লক্ষণ ফুটে ওঠে ত্বকে

৬. কিডনি দিবস উপলক্ষে পাঁচজন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত ডায়ালাইসিস ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)।

৭. ১৭ মার্চ বিশেষজ্ঞ ডাক্তাররা দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন। এছাড়া ১০ জন দরিদ্র শিশুর সুন্নাতে খাৎনা ফ্রি করা হবে (মেডিসিন ছাড়া)।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. মো. ফিরোজ খান। সভায় সভাপতিত্ব করেন ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম।

আরও পড়ুন: যে কারণে হঠাৎ কিডনি বিকল হতে পারে

অধ্যাপক ডা. মো. ফিরোজ খান বলেন, কিডনিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যান থেকে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী কিডনি রোগীর সংখ্যা প্রায় ৮৫ কোটি। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আশংকা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে ৫০ লাখের বেশি কিডনি বিকল রোগী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করবে।

ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এম ফখরুল ইসলাম বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি।

ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, অগ্নিঝরা ঐতিহাসিক মার্চ মাস আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন এই মার্চ মাসে। আমরা গভীর শ্রদ্ধাভরে এ মহানায়কের জন্মদিনকে স্মরণ করছি।

এএএম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।