কিডনি রোগের চিকিৎসায় পিছিয়ে নেই বাংলাদেশ


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১০ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, কিডনি রোগের চিকিৎসায় বহির্বিশ্বের তুলনায় বাংলাদেশ পিছিয়ে নেই।

বিএসএমএমইউতে কিডনি রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিডনি রোগীদের এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার সকালে বিএসএম্এমইউ’র বহির্বিভাগ ভবন-১-এর তৃতীয় তলায় শিশুদের কিডনি রোগ নির্ণয়ে বিনামূল্যে (ফ্রি) স্ক্রিনিং প্রোগ্রামের  প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডা. কামরুল হাসান খান বলেন, বিএসএমএমইউ’র বহির্বিভাগে প্রতিদিন ৫০ শিশুর কিডনি রোগের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। একজন শিশুও যেন কিডনি রোগে আক্রান্ত না হয়, সে জন্য অভিভাবকদের যথাসময়ে তাদের সন্তানকে চিকিৎসকদের কাছে নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, শিশু কিডনি বিভাগের অধ্যাপক ডা. গোলাম মাঈনুদ্দীন, অধ্যাপক ডা. রণজিত রঞ্জন রায়, শিশু কিডনি বিশেষজ্ঞ ডা. সৈয়দ সাইমুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিশু কিডনি বিভাগের চিকিৎসক ও ছাত্রছাত্রীরা।

সভাপতির বক্তব্যে শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগে ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালাইসিসসহ ক্রনিক ও একিউট কিডনি রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সব রকমের সুব্যবস্থা রয়েছে।   

এমইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।