হেপাটোলজি সোসাইটির নতুন সভাপতি অধ্যাপক শাহিনুল আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

হেপাটোলজি সোসাইটি বাংলাদেশের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. শাহিনুল আলম। একই সঙ্গে সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. গোলাম আযম।

রোববার (২৬ জানুয়ারি) বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের হলরুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটিতে সোসাইটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. গোলাম মোস্তফা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুল আলম। নতুন কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ।

এছাড়াও নতুন কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. একমত আলী, মো. মোতাহার হোসেন, মো. রফিকুল ইসলাম, নুরুল ইসলাম এবং মো. হারুন অর রশিদ।

এএএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।