মেক্সিকোতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
মেক্সিকোতে দুর্ঘটনা/ প্রতীকী ছবি

মেক্সিকোতে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। খবর এএফপির। 

স্থানীয় সময় শনিবার সকালে দেশটির এসকারসেগা শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। রিসোর্ট শহর ক্যানকুন এবং তাবাসকো রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। অপরদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্যাম্পেচ রাজ্যের সরকারি কর্মকর্তা এলিসা হার্নান্দেজ বলেন, আমাদের কাছে মৃতের সঠিক সংখ্যা নেই। এদিকে তাবাসকো রাজ্যের গভর্নর জাভিয়ের মে বলেন, আজ সকালের এই দুর্ঘটনায় আমরা শোকাহত।

তিনি বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেডারেল এবং ক্যাম্পেচ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।
শনিবার সন্ধ্যার দিকে তাবাসকো রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে, তারা ক্যাম্পেচ কর্তৃপক্ষ এবং ফরেনসিক সায়েন্স ডিরেক্টরেটের সঙ্গে কাজ করছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, হতাহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনাকবলিত বাসটি যে কোম্পানির তারা জানিয়েছে, তদন্তের কাজে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করে যাচ্ছে।

এক বিবৃতিতে ওই কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং আমাদের গ্রাহক ও বন্ধুদের হারিয়েছি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।