ভারতে সংখ্যালঘুবিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

ভারতে ২০২৪ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনভিত্তিক রিসার্চ গ্রুপ এ তথ্য জানিয়েছে।

গত বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘৃণামূলক বক্তব্য বাড়ে উল্লেখযোগ্য হারে।

২০২৪ সালে ইন্ডিয়া হেট ল্যাব এক হাজার ১৬৫টি ঘটনা নথিভুক্ত করেছে। এগুলোকে তারা ঘৃণামূলক বক্তব্য হিসেবে চিহ্নিত করছে। এর আগের বছর দেশটিতে এ ধরনের ৬৬৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল।

রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় শোভাযাত্রা, বিক্ষোভ ও সাংস্কৃতিক সমাবেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে এসব ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়।

ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনটি এমন এক সময় সামনে এল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কয়েক দিনের মধ্যে বৈঠক হতে চলেছে।

ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য দীর্ঘদিন ধরে মোদী সরকারের সমালোচনা করেছে আসছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন।

তবে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিষয়টি অস্বীকার করেছে মোদী সরকার ও বিজেপি।

ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, গত বছরের এক তৃতীয়াংশ ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে ১৬ মার্চ থেকে ১ জুন নির্বাচনী প্রচারণার সময়। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মে মাসে।

গ্রুপটি এপ্রিলে মোদীর মন্তব্যের উদ্ধৃতি দেয় যেখানে তিনি মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন যাদের বেশি সন্তান রয়েছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।