অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি বন্ধ করলো হামাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মিদের মুক্তি বন্ধ করেছে হামাস/ ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বাকি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সোমবার (১০ ফেব্রুয়ারি) দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেয় গোষ্ঠীটি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এ বিষয়ে টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছেন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। এতে বলা হয়, তারা শনিবারের (১৫ ফেব্রুয়ারি) জন্য পরিকল্পনায় থাকা আরও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত দেরি করবে।

আবু ওবাইদা বলেন, তিন সপ্তাহ ধরে আমরা ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন ও চুক্তির শর্তাবলি মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করেছি। এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বাস্তুচ্যুত ব্যক্তিদের উত্তর গাজায় ফিরে আসতে দেওয়ায় দেরি করা, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গুলি চালানো ও ত্রাণ উপকরণ প্রবেশের অনুমতি না দেওয়া। অথচ, হামাস চুক্তির আওতায় সব বাধ্যবাধকতা পূরণ করেছে।

তিনি আরও জানান, পূর্বের বাধ্যবাধকতাগুলোর সঙ্গে ইসরায়েলের সম্মতি না দেওয়া ও পূর্বনির্ধারিতভাবে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। ইসরায়ের যতক্ষণ চুক্তি মেনে চলার ব্যাপারে পেশাদারিত্ব রাখবে, ততক্ষণ হামাসও চুক্তির শর্তাদির প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হামাসের জিম্মি মুক্তিতে দেরি করার ঘোষণায় পাল্টা ফিলিস্তিনি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।