মিশরে তিন সন্তানকে হত্যা, আটক মা

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন মিশর-থেকে
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৯ মার্চ ২০২৫
প্রতীকী ছবি

মিশরের খানকায় নিজ হাতে তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে ২৯ বছর বয়সী সুজান নামে এক নারীকে আটক করে মানসিক হাসপাতালে পাঠিয়েছে ক্যালিউবিয়া জেলার খানকা থানার পুলিশ।

মিশরের স্থানীয় ইয়ুম- সাবাহ পত্রিকা জানায়, গত শনিবার ভোরে ক্যালিউবিয়া জেলার খানকার কাফর ইল হামজা এলাকার এজবেত এল মানতাউইতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় একে একে শ্বাসরোধ করে তিন সন্তানকে করে হত্যা করে মা সুজান। নিহতরা হলেন- শাহদ সালেহ মাহমুদ (১২), মাহমুদ সালেহ মাহমুদ (৭) এবং আয়া মাহমুদ সালেহ (৫)।

সুজান তার তিন সন্তানকে হত্যা করার পর তার স্বামীর জন্য সেহরি তৈরি করেন এবং একসাথে সেহরি খেয়ে‌ গ্রেফতার এড়াতে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত নারী পালিয়ে গিয়ে তার এক আত্মীয়কে ঘটনাটি জানালে সেই আত্মীয় তাৎক্ষণিক শিশুদের বাবাকে জানানোর পরেই উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু তারা এরই মধ্যে মারা যান।

মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুজান মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে, যা তাকে এই অপরাধ করতে প্ররোচিত করতে পারে। যাকে গুরুতর মানসিক অবনতি হিসাবে বর্ণনা করা হয়েছে।

ময়নাতদন্তের পর মরদেহগুলো দাফন করা হয়েছে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।