অনলাইনে ধর্ম অবমাননাকর পোস্ট, পাকিস্তানে ৫ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৬ মার্চ ২০২৫
ফাইল ছবি

পাকিস্তানের একটি আদালত অনলাইনে ধর্ম অবমাননাকর বিষয়বস্তু পোস্ট করার জন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানে অনলাইনে ধর্ম অবমাননাকর মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কারণ বিভিন্ন বেসরকারি নজরদারি গোষ্ঠী শত শত তরুণের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনছে।

লিগ্যাল কমিশন অন ব্লাসফেমি পাকিস্তানের একজন আইনজীবী বলেছেন, মহানবীর বিরুদ্ধে অবমাননাকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার জন্য পাঁচজন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আইনজীবী রাও আবদুর রহিম বলেন, কোরআন অবমাননার অভিযোগে পৃথকভাবে সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে এই পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আফগান ও চারজন পাকিস্তানি।

রাহিম বলেন, এই সাজা একই সঙ্গে কার্যকর হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে ধর্ম অবমাননাকর মন্তব্য অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। কারণ ভিত্তিহীন অভিযোগও জনরোষের জন্ম দিতে পারে ও গণপিটুনির মতো ঘটনা ঘটতে পারে।

দোষী সাব্যস্তদের উচ্চ আদালতে আপিল করার অধিকার রয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।