ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধের গুদামে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৫
ছবি: এনডিটিভি

ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্বের’ দাবি করেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্যবস্তু করছে। শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করা হচ্ছে।

ভারতীয় ব্যবসায়ী রাজীব গুপ্তের মালিকানাধীন কুসুম ইউক্রেনের বৃহত্তম ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটি। বেশ কিছু সূত্র এনডিটিভিকে জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র নয় বরং একটি ড্রোন সরাসরি গুদামে আঘাত হেনেছে।

কিয়েভের বিবৃতির আগে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস বলেছেন, রাশিয়ার হামলায় কিয়েভের একটি প্রধান ওষুধের গুদাম ধ্বংস হয়েছে। তবে মার্টিন আরও বলেছেন, রাশিয়ার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে কোনো ক্ষেপণাস্ত্র নয়।

রোববার সকালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, ইউক্রেন গত কয়েকদিনে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে পাঁচটি হামলা চালিয়েছে।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানালেও প্রকাশ্যে কোনো পক্ষের প্রতি আলাদা করে কোনো সমর্থন জানায়নি ভারত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পরপরই ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এবং কিছু ইউরোপীয় দেশ রাশিয়ার তেল কেনা স্থগিত করায় উল্লেখযোগ্য ছাড়ে দেশটি থেকে তেল কেনার সুবিধা পেয়েছে ভারত।

ভারত যেসব দেশ থেকে তেল কিনে থাকে তার মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে প্রতিদিন ১ দশমিক ৪৮ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত, যা আগের মাসে ছিল ১ দশমিক ৬৭ মিলিয়ন ব্যারেল।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।