ট্রাম্প যা চেয়েছেন তা কখনো হবে না: কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৫
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি/ ছবি: এএফপি

কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়ে ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা এবং দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা কখনো হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার হুমকির পর চলমান অস্থিরতার মধ্যেও জয় নিশ্চিত করেছে লিবারেল পার্টি। সে কারণে জয় নিশ্চিতের পর পরই বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কড়া মন্তব্য করেছেন কার্নি।

এর আগে স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দেশটিতে জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুরোপুরি পাল্টে যাওয়া এক রাজনৈতিক পরিবেশের মধ্যে কানাডাবাসী তাদের নতুন সরকার নির্বাচন করেছেন। কানাডার এই নির্বাচনকে অনেকেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।

তবে ট্রাম্পের হুমকির মুখে কানাডার পক্ষে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনকারী অর্থনীতিবিদ কার্নি কী সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে সক্ষম হবেন নাকি তাকে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হবে তা এখনই বলা যাচ্ছে না।

নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার মন্তব্য কানাডার রাজনীতিতে প্রবল প্রভাব ফেলেছে। ট্রাম্পের হুমকির জেরে কানাডায় দেশপ্রেমের জোয়ার তৈরি হয়। এই আবহে লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী প্রার্থী মার্ক কার্নির জনপ্রিয়তা বেড়ে গেছে। রাজনীতিতে নবাগত কার্নি এর আগে কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এদিকে সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণে মার্ক কার্নি তিনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ- নম্রতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ঐক্যের প্রতি জোর দিয়েছেন। কার্নি সমর্থকদের বলেন, নম্রতা মানে সরকারের সকল দলে, সব প্রদেশ এবং আদিবাসীদের সঙ্গে কাজ করা।

কার্নি বলেন, তিনি শ্রম, ব্যবসা এবং নাগরিক সমাজকে একত্রিত করতে চান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নম্রতা হলো এই স্বীকৃতি দেওয়া যে সরকারের অন্যতম দায়িত্ব হলো সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া। কার্নি আরও বলেন, তিনি কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন যে আমেরিকা ‌আমাদের জমি, আমাদের সম্পদ এবং আমাদের দেশ দখল করতে চায়।

সে সময় সমর্থকরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানায়, কখনও না। মার্ক কার্নি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের মনোবল ভেঙে দিতে চান কিন্তু এটা কখনও হবে না।

তিনি বলেছেন, তার সরকার সবার জন্য কাজ করবে। লিবারেল পার্টির পক্ষে ভোট দেননি এমন লাখ লাখ ভোটারের উদ্দেশ্যে কার্নি বলেন, তার একটি বার্তা আছে- যারা কানাডাকে নিজের দেশ বলে মনে করে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমি সর্বদা আমার যথাসাধ্য চেষ্টা করব।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।