সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন।
ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর
ভারতের হামলায় পাকিস্তানের অন্তত ১১ জন সেনা নিহত হয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। মঙ্গলবার (১৩ মে) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, বুকে জ্বালা ধরেছে বিজেপি সমর্থকদের
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি বিজেপি ও হিন্দুত্ববাদী সমর্থকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। গত ৭ মে পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একপ্রকার পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনার সূচনা হলেও, মাত্র ২৪ ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই আকস্মিক শান্তির বার্তা মোদী সমর্থকদের মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দেয়।
দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা
যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় ২১ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস
হামাসের কাছে জিম্মি সবশেষ জীবিত মার্কিন সেনা সদস্য এডেন আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ মে) তাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি।
সৌদি পৌঁছেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির আরব পৌঁছেছেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় আন্তর্জাতিক সফরের সূচনা করলেন তিনি। সৌদির বিমান বাহিনীর এফ-১৫ জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানের পেছনে থেকে নিরাপত্তা ও সম্মান প্রদর্শন করেছে।
সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ কিনবে।
আরব আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রাক্কালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে, এই অস্ত্র বিক্রির প্রস্তাবে আপত্তি জানাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে রয়েছে ৩০ দিন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান সংলাপের মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর অস্ত্র গবেষণা সংস্থা ‘অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ (এসপিএনডি)’–এর সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠান।
লিবিয়ায় মিলিশিয়া নেতাকে হত্যার পর রাতভর সংঘর্ষ, ত্রিপোলিতে জরুরি অবস্থা
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রভাবশালী মিলিশিয়া নেতা আব্দেল ঘানি আল-কিকলি (‘ঘেনিওয়া’ নামেও পরিচিত) নিহত হওয়ার পর সোমবার (১১ মে) রাত থেকে দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে তীব্র গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।
কেএএ/এমএস