ভারত-পাকিস্তান বন্দি বিনিময়: দেশে ফিরলেন রেঞ্জার্স সদস্য ও বিএসএফ জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৪ মে ২০২৫
বন্দি বিএসএফ সদস্যকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। ছবি: এএনআই

ভারত ও পাকিস্তান তাদের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে একে অপরের কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৪ মে) ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।

পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার শ’কে ভারতীয় কর্মকর্তাদের কাছে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। এপ্রিলের শেষ দিকে তিনি ‘ভুলবশত’ পাকিস্তানের কাসুর জেলায় সীমান্ত পার হয়ে ঢুকে পড়েন এবং ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিএসএফের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে।

সূত্র: ডন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।