১৯তম বার এভারেস্ট জয় করলেন ব্রিটিশ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২১ মে ২০২৫
মাউন্ট এভারেস্টে/ ছবি: এএফপি

একজন ব্রিটিশ পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে ১৯তম বারের মতো আরোহণ করে নতুন রেকর্ড গড়েছেন। শেরপা গাইডদের বাইরে এতবার কেউ মাউন্ট এভারেস্ট জয় করেনি।

মঙ্গলবার (২০ মে) পর্বত থেকে ফিরে জানান, তিনি এরই মধ্যে পরবর্তী আরোহণের প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কেনটন কুল গত রোববার ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতায় পৌঁছান।

কাঠমান্ডুর বিমানবন্দরে কেনটন কুল বলেন, আমি এখন ৫১ বছর বয়সী এবং ২০০৪ সাল থেকে এখানে আসছি এভারেস্ট আরোহণের জন্য। আমি আগামী বছরে অন্তত আরও একবার আরোহণ করব। এরপর আমি নেপালের অন্যান্য পাহাড়ে উঠতে শুরু করবো।

২০০৪ সাল থেকে কুল প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেছেন।

তবে ২০১৪ সালে একটি তুষারধসে ১৬ জন শেরপা গাইড নিহত হওয়ার পর সেই মৌসুম বাতিল হওয়ায় তিনি উঠতে পারেননি। আবার ২০১৫ সালে একটি ভূমিকম্পের ফলে তুষারধসে ১৯ জন মারা গেলে সেই বছরও তিনি উঠতে পারেননি। ২০২০ সালে করোনা মহামারির কারণে পর্বতারোহণের মৌসুমই বাতিল করা হয়।

শুধু নেপালি শেরপা গাইডরাই কুলের চেয়ে বেশি বার এভারেস্টে উঠেছেন। কামি রিতা এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০ বার এভারেস্ট জয় করে এই রেকর্ড ধরে রেখেছেন। তিনি বর্তমানে এভারেস্টে রয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে আবারও শৃঙ্গে ওঠার পরিকল্পনা করছেন।

প্রতি বসন্তকালীন পর্বতারোহণ মৌসুমে শত শত পর্বতারোহী ও তাদের গাইড এভারেস্টে ওঠার জন্য জড়ো হন, কারণ এই সময়টিতে আবহাওয়া সবচেয়ে উপযোগী থাকে।

কুল বলেন, পর্বতারোহণ একটি দারুণ খেলা যা সবার জন্য উন্মুক্ত। তবে এতে দায়িত্বশীলভাবে অংশ নেওয়া জরুরি। আমরা দেখেছি কেউ কেউ এভারেস্টে আসছেন যাদের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই।

এই মৌসুমের পর্বতারোহণ শেষ হবে চলতি মাসের শেষে। এরপর বর্ষা মৌসুম শুরু হওয়ায় আবহাওয়া খারাপ হয়ে যায় এবং পর্বতারোহণ কঠিন হয়ে ওঠে।

সূত্র: এপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।