রাশিয়ার ইয়াকুতিয়ায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবনের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
বসবাসের জন্য ইয়াকুতিয়া বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান হিসেবে পরিচিত/ছবি : এক্স

রাশিয়ার পূর্বদিকে অবস্থিত একটি এলাকা ইয়াকুতিয়া। বসবাসের জন্য এই এলাকা বিশ্বের সবচেয়ে শীতলতম স্থান হিসেবে পরিচিত। সম্প্রতি এই অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে নিম্নমুখী হয়েছে। এ এলাকায় তাপমাত্রা মাইনাস ৫৬°সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।

এছাড়া বিশ্বের সবচেয়ে শীতল বড় শহর ইয়াকুৎস্কে তাপমাত্রা মাইনাস৪৫°সেঃ থেকে মাইনাস ৫০°সেঃ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকার ৩ লাখ ৫৫ হাজার বাসিন্দা তীব্র শীতের মধ্যে দিন যাপন করছেন।

ভারী তুষারপাত এবং কাঁপানো ঠান্ডা বাতাসের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে বাইরে অবস্থান করার সময় সীমিত করে মাত্র ৩০ মিনিট করা হয়েছে।

শীত সহ্য করার জন্য স্থানীয়রা বিভিন্ন উপায় অবলম্বন করেছেন, যেমন ট্রিপল-গ্লেজড জানালা, গাড়ির ব্লক হিটার, এবং পশম লাইনযুক্ত পোশাক। এগুলো ঠান্ডা কুয়াশা ও তুষারঝড়ের মধ্যে দৈনন্দিন জীবন চলমান রাখতে সাহায্য করছে।

ভারী তুষারপাত ও শীতের কারণে কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সবচেয়ে শীতল এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। টিক্সিতে ভারি তুষারপাতের কারণে ঘরের মধ্যে আটকে পড়েছে বাসিন্দারা। এখানেও কিশোর ও শিশুদের বিদ্যালয়ও বন্ধ রয়েছে।

আবহাওয়াবিদদের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামীদিনগুলোতে শীত আরও তীব্র হতে পারে এবং তাপমাত্রা আরও নেমে যেতে পারে। এছাড়া বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে যথাযথ উষ্ণতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল

কে এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।