ভারতে ইসলামবিদ্বেষ বাড়ায় পাকিস্তানের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ৩১ মে ২০২৫
ছবি: এআই দিয়ে তৈরি

ভারতে ইসলামবিদ্বেষের ঘটনা বাড়ায় (ইসলামোফোবিক) গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার (৩১ মে) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান এ উদ্বেগ জানান।

তিনি বলেন, ধর্ম-বিশ্বাস নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ভারতের প্রতি আহ্বান জানাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের অভিযোগ, ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য, বৈষম্যমূলক আচরণ ও রাষ্ট্রীয় প্রশ্রয়ে পরিচালিত হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ভারতের পহেলগাম এলাকায় একটি প্রাণঘাতী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ওই ঘটনার পর হিন্দু চরমপন্থিদের হাতে সংখ্যালঘু মুসলমানদের ওপর সহিংসতা আরও বাড়তে শুরু করে।

এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। চলতি মাসের শুরুতে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান চালিয়ে ভারতের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

গত এক মাসে ভারতে মুসলিমবিরোধী ঘৃণার একাধিক ঘটনা সামনে এসেছে। দিল্লিভিত্তিক সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’-এর তথ্য অনুযায়ী, ২২ এপ্রিলের হামলার পর দেশজুড়ে কমপক্ষে ১৮৪টি ইসলামভীতিজনিত ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটি হত্যাকাণ্ড, শারীরিক হামলা, হুমকি, ভাঙচুর, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং ঘৃণাত্মক বক্তব্যের বহু অভিযোগ রয়েছে। সংগঠনটির মতে, এর মধ্যে ১০০টিরও বেশি ঘটনার মূল প্ররোচনাই ছিল পহেলগাম হামলা।

সংঘাতে সবচেয়ে বড় মূল্য চুকাতে হচ্ছে ভারতের মুসলিম জনগণকে এমন মন্তব্য করে পাকিস্তানের মুখপাত্র বলেন, যখন সংযম ও সমঝোতার প্রয়োজন সবচেয়ে বেশি তখন রাজনৈতিক বা মতাদর্শগত স্বার্থে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি তা সামাজিক সম্প্রীতি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে।

ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ আনলেও তার পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি। এই প্রেক্ষাপটে উগ্র জাতীয়তাবাদী সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ ও ‘দেশদ্রোহী’ বলে আখ্যায়িত করে ঘৃণা ছড়াচ্ছে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।