গাজা যুদ্ধ বন্ধের দাবি

নেদারল্যান্ডসে ‘রেড লাইন’ আন্দোলনে মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৬ জুন ২০২৫
দ্য হেগ শহরে লক্ষাধিক মানুষের বিক্ষোভ। ছবি: এপি/ইউএনবি

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে নেদারল্যান্ডস সরকারের প্রতি আহ্বান জানিয়ে দ্য হেগ শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। রোববার (১৫ জুন) আয়োজিত ‘রেড লাইন’ নামে এই বিক্ষোভে অংশ নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।

এদিন দ্য হেগের রাজপথ বেয়ে মিছিল করে তারা পৌঁছান আন্তর্জাতিক বিচার আদালতের সামনে, যেখানে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার শুনানি চলছে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এক ধরনের গণহত্যা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যামের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিবাদের অন্যতম আয়োজক ছিল। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, এই প্রতীকী রেড লাইন দেখাতে চায়, সরকার এখনো ইসরায়েলের আগ্রাসন থামাতে কার্যকর কোনো লাল রেখা টানতে পারেনি।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা গান গেয়েছেন, বক্তৃতা দিয়েছেন, ব্যানার-প্ল্যাকার্ড হাতে আদালতের পাশ দিয়ে পদযাত্রা করেছেন। অনেকেই গাজায় নিহত শিশুদের ছবি বহন করেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, এই ‘অভূতপূর্ব’ সংখ্যার মানুষ যেভাবে তাদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা তা দেখেছি, শুনেছি। আমাদের লক্ষ্য একটাই—গাজায় মানবিক দুর্দশা দ্রুত শেষ করা।

তিনি আরও বলেন, আমরা সামনের ও পেছনের সারিতে থেকে গাজার পরিস্থিতির উন্নয়নে কাজ করছি।

ইরান ইস্যুতেও ইসরায়েলবিরোধিতা

দ্য হেগের প্রতিবাদকারীরা গাজা যুদ্ধ থামানোর পাশাপাশি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলারও নিন্দা জানিয়েছেন। আল জাজিরার সাংবাদিক স্টেপ ভ্যাসেন বলেন, ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তিমূলক প্রচারণা সত্ত্বেও মানুষ মূল ইস্যু—গাজায় গণহত্যা—থেকে চোখ সরাচ্ছেন না।

এদিকে শুধু নেদারল্যান্ডস নয়, একই দিন বেলজিয়াম, তুরস্ক, ব্রাজিল ও গ্রিসেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের চলমান অভিযানে গাজায় ২০ মাসে প্রায় ৫৫ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধ বন্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ এখন আরও জোরালো হচ্ছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।