আমিরাতে ধুলিঝড়, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৬ জুন ২০২৫

সংযুক্ত আরব আমরিাতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের পর প্রবল ধুলিঝড় আঘাত হেনেছে। যার ফলে সড়কে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। বিশেষ করে যাদের ধুলাজনিত অ্যালার্জি রয়েছে তাদেরকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার শুরু হওয়া এই ধুলিঝড় রাজধানীর অভ্যন্তরীণ ও উপকূলীয় এলাকাগুলোতে প্রভাব ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা তীব্র বাতাসই ধুলোর ঘূর্ণি তৈরি করছে এবং এই পরিস্থিতি সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবুধাবি পুলিশ চালকদের সতর্ক থাকতে বলেছে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে বা আবহাওয়ার ভিডিও না তুলতে অনুরোধ জানিয়েছে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, চালকদের উচিত ধুলিযুক্ত পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা।

দেশটির উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এর সঙ্গে উচ্চ আর্দ্রতা যোগ হয়ে দিনের বেলায় অস্বস্তিকর অনুভূতি বাড়িয়ে দেবে।

সাধারণ জনগণকে বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে এবং শিশু ও প্রবীণদের ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।