মিশরে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২২

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন
প্রকাশিত: ০৬:১২ এএম, ২৮ জুন ২০২৫
দুর্ঘটনাকবলিত মিনিবাস। ছবি-সংগৃহীত

মিশরের নীলনদের বদ্বীপ প্রদেশ মেনুফিয়ার আশমাউন শহরে মিনিবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার শ্রমিকদের নিয়ে একটি মিনিবাস কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হ্তাহতদের মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মিনিবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা) ও আহতদের ২০ হাজার পাউন্ড (৫০ হাজার‌ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

দুর্ঘটনার কারণ জরুরিভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মেনুফিয়ার গভর্নর ইব্রাহিম আবু লেইমন। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয়কে আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুমের তথ্য বলছে, মিশরে প্রতি বছর মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। অতিরিক্ত গতি, খারাপ রাস্তা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ বেশিরভাগ দুর্ঘটনার মূল কারণ।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।