দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে শ্রীলঙ্কায় চালু স্টারলিংক, অপেক্ষায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০২ জুলাই ২০২৫
স্টারলিংকের একটি স্যাটেলাইট। ছবি: সুপার আইটি সল্যুশনস

দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে শ্রীলঙ্কায় চালু হলো ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। এর আগে ভুটান ও বাংলাদেশে চালু হয় এই সেবা। মঙ্গলবার (১ জুলাই) এক্সে (সাবেক টুইটার) শ্রীলঙ্কায় স্টারলিংক চালু হওয়ার ঘোষণা দেন মাস্ক নিজেই।

২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কার সরকার টেলিযোগাযোগ আইন সংশোধনের মাধ্যমে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদাতাদের বৈধতা দেয়, যার পরপরই স্টারলিংক প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন লাভ করে।

আরও পড়ুন>>

কত খরচ পড়বে?

বর্তমান হারে শ্রীলঙ্কায় স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের জন্য মাসিক খরচ প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি। ‘রোম’ নামে পোর্টেবল প্ল্যানের জন্য মাসে খরচ হবে ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ধরা হয়েছে ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার রুপি। ভুটান ও বাংলাদেশের দামের সঙ্গে এর তুলনা করলে তা প্রায় কাছাকাছি।

শ্রীলঙ্কার টেলিকম নিয়ন্ত্রক সংস্থার সবশেষ (মার্চ ২০২৫) মাসিক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মোবাইল ব্রডব্যান্ড (৩জি ও ৪জি মিলিয়ে) সংযোগ রয়েছে ২ কোটি ১৫ লাখ এবং ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে প্রায় ২৬ লাখ।

ভারতের কী অবস্থা?

স্টারলিংক গত মাসে ভারতে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (জিএমপিসিএস) লাইসেন্স পেয়েছে, যা চালুর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এখনো দুটি বড় অনুমোদন বাকি—ইন-স্পেসের কাছ থেকে অরবিটাল স্লট বরাদ্দ এবং টেলিকম বিভাগ থেকে স্পেকট্রাম অনুমোদন।

ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন ছাড়া মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্টারলিংক। এ তথ্য সংস্থাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে উল্লেখ করেছে।

সূত্র: ডেইলি মিরর, দ্য হিন্দু
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।