ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের ওপর নজর রাখছে রাশিয়া: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৬ জুলাই ২০২৫
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ/ ছবি: এএফপি (ফাইল)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দেওয়ার পর রাশিয়া জানিয়েছে তারা পশ্চিমা দেশগুলোর এই কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বুধবার এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি আরও জানান, ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নতুন কোনো ফোনালাপ বর্তমানে নির্ধারিত নেই, তবে প্রয়োজন হলে দ্রুত তা আয়োজন করা সম্ভব।

এর আগে ট্রাম্প প্রকাশ্যে রাশিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং জানান যে, পুতিনকে ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তিতে সম্মত হতে হবে, না হলে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প এর আগে হুমকি দিয়েছে বলেছেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করবো। যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও প্রভাব পড়বে।

ক্রেমলিন মুখপাত্র বলেন, আমরা ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন শান্ত থাকো এবং কাজ চালিয়ে যাও নীতি অনুসরণ করছে, যদিও ট্রাম্পের চাপ আদৌ পুতিনকে যুদ্ধ বন্ধে প্ররোচিত করবে কি না, তা অনিশ্চিত।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করে দিতেন।

তবে এখন পর্যন্ত ট্রাম্প ও পুতিনের ছয়বারের ফোনালাপ এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেনের প্রতিনিধিদের কয়েকটি বৈঠক সত্ত্বেও যুদ্ধবিরতি হয়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম/টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।