সৌদি আরবে নতুন দক্ষতাভিত্তিক ভিসা ব্যবস্থা চালু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৯ জুলাই ২০২৫
সৌদি আরবের রাজধানী রিয়াদ। ছবি: এএফপি

সৌদি আরব তাদের ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যা দক্ষ বিদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো বিদেশি কর্মীদের তিনটি শ্রেণিতে ভাগ করা হবে: উচ্চ-দক্ষ, দক্ষ ও সাধারণ (বেসিক)।

এই নতুন নিয়ম চলতি কর্মীদের জন্য ৫ জুলাই ২০২৫ থেকে এবং নতুন নিয়োগের ক্ষেত্রে ৩ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

আগে সৌদি আরবে কাজের অনুমতি দেওয়া হতো মূলত চাকরির পদবির ভিত্তিতে- যোগ্যতা, দক্ষতা কিংবা বেতন কাঠামোর সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়াই। ফলে অনেক সময় চাকরির ধরন ও কর্মীর সক্ষমতার মধ্যে অমিল দেখা যেতো।

নতুন ব্যবস্থাটি ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে চালু হয়েছে। এর লক্ষ্য হলো দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করা, কর্মক্ষেত্রের মানোন্নয়ন করা এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে উপযুক্ত পদের সঠিক মিল ঘটানো।

উচ্চ-দক্ষতার স্তরে পড়বেন প্রকৌশলী, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতো পেশাজীবীরা। নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও বেতন বিবেচনায় রেখে একটি পয়েন্টভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা হবে।

দক্ষ স্তারে টেকনিশিয়ান, সুপারভাইজার, প্রশাসনিক কর্মীরা পড়বেন। নির্দিষ্ট অভিজ্ঞতা ও যাচাইযোগ্য সার্টিফিকেট থাকা আবশ্যক হলেও উচ্চ-দক্ষ স্তরের মতো পয়েন্টসিস্টেমের প্রয়োজন নেই।

সাধারণ বা বেসিক স্তরে শ্রমিক ও সহায়ক কর্মীদের বয়সসীমা ৬০ বছরের নিচে থাকতে হবে।

সূত্র: গাল্ফ নিউজ

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।