সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ৩০ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় শিশুদের দুধের বদলে পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন মায়েরা
ইসরায়েলের কঠোর অবরোধে গাজার খাদ্য সংকট চরমে পৌঁছেছে, আর এর সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে সেখানকার নবজাতক ও শিশুদের ওপর। দুধ ও শিশু ফর্মুলার সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় গাজার অনেক মা এখন তাদের শিশুদের দুধের বদলে শুধু পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন।

হামাসকে গাজার শাসন ছাড়ার আহ্বান জানালো সৌদি-কাতার-মিসরসহ ১৭ দেশ
ফিলিস্তিনের স্বাধানীতাকামী সংগঠন হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশরসহ ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবনের লক্ষ্যে জাতিসংঘের একটি সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়।

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের সঙ্গে জরিমানাও বসালেন ট্রাম্প
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বারবার বললেও এবার কড়া বাণিজ্যিক পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন তিনি। এর সঙ্গে অতিরিক্ত ‘জরিমানা’ বসানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প, যদিও এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

রাশিয়ায় ভূমিকম্প, বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি
রাশিয়ায় ভূমিকম্প আঘাত হানার পর বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রা বলা হলেও পরবর্তিতে জানানো হয় যে, ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিন সমর্থন কি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে?
নিউইয়র্ক সিটির সাম্প্রতিক ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় চমক দেখিয়েছেন জোহরান মামদানি। শুধু অভিজ্ঞ রাজনীতিবিদদের পরাজিত করেই থেমে থাকেননি, বরং নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই সাফল্যের পেছনে অন্যতম চালিকা শক্তি ছিল তার সরাসরি ফিলিস্তিনপন্থি অবস্থান।

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতির নেপথ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপ?
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষে ক্ষতবিক্ষত সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনো কমেনি। ৪১ জনের প্রাণহানির পরে গত সোমবার (২৮ জুলাই) রাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর। যুক্তরাষ্ট্রের সমর্থনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক বৈঠকের পর আসে বহুল প্রতীক্ষিত এই ঘোষণা।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে সর্বাধুনিক এআই মডেলে ঝুঁকছে?
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণের দিনই চীনা কোম্পানি ডিপসিক একটি বিশ্বমানের ভাষাগত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল (এলএলএম) উন্মোচন করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে বড় ধাক্কা হিসেবে উপস্থিত হয় ঘটনাটি। মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির ভাইস-চেয়ার মার্ক ওয়ার্নার বলেন, গোয়েন্দা সংস্থাগুলো ‘অপ্রস্তুত’ অবস্থায় পড়ে গিয়েছিল।

ফুঁসছে তিস্তা, রেড অ্যালার্ট জারি
গত কয়েকদিন ধরে একনাগারে বৃষ্টিপাত শুরু হয়েছে পাহাড়ি অঞ্চলে। এ কারণে হঠাৎ করে খরস্রোতা নদী তিস্তা ভয়াল রূপ ধারণ করেছে। এরই মধ্যে তিস্তার দোমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। একই সঙ্গে সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

এয়ার ইন্ডিয়ায় এক বছরে ৫১ নিরাপত্তা লঙ্ঘন, নজরদারিতে ডিজিসিএ
ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (ডিজিসিএ) জানিয়েছে, গত এক বছরে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ৫১টি নিরাপত্তাজনিত লঙ্ঘন ধরা পড়েছে। সংস্থাটির বার্ষিক নিরীক্ষায় এ তথ্য উঠে এসেছে। যদিও গত মাসে গুজরাটে বোয়িং ৭৮৭ দুর্ঘটনায় ২৬০ জন নিহত হওয়ার ঘটনার সঙ্গে এই অনিয়মগুলো সরাসরি সম্পর্কিত নয়।

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ৯
থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন। দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এই দুর্ঘটনা ঘটেছে।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।