পশ্চিমবঙ্গ

বৃষ্টিতে ঘরে হাঁটুপানি, খাট থেকে পড়ে প্রাণ গেলো ৬ মাসের শিশুর

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০২ আগস্ট ২০২৫
ঘরের ভেতর হাঁটুপানি

 

কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গজুড়ে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। এতে শুধু রাস্তাঘাট নয়, বিভিন্ন জায়গায় বাড়িঘরের ভেতরেও জমেছে পানি। আর পানিতে পড়েই মর্মান্তিক মৃত্যু হলো ছয় মাসের এক কন্যাশিশুর।

ঘুমের ঘোরে খাট থেকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মৃত্যু হয়েছে শিশুটির। তার নাম ঋষিকা ঘড়ুই, বাবার নাম পাপন ঘড়ুই। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) কলকাতার পার্শ্ববর্তী শহর অঞ্চল উত্তর দমদম মিউনিসিপ্যালিটির ১৩ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, কিছুদিন ধরে অনবরত বৃষ্টিতে উত্তর দমদম মিউনিসিপ্যালিটির প্রায় সব ওয়ার্ডই এখন পানির তলায়। ১৩ নম্বর ওয়ার্ডের হরিপাড়া পুরোটাই পানির তলায় চলে গেছে। শনিবারও হরিপাড়ার পাপন ঘড়ুইয়ের বাড়ির ভেতরে বৃষ্টির পানি জমে রয়েছে।

আরও পড়ুন>>

একমাত্র কন্যা ঋষিকাকে ঘুম পাড়িয়ে ঘরের কাজ করছিলেন পাপনের স্ত্রী। সেসময় কোনোভাবে শিশুটি খাট থেকে নিচে পানিতে পড়ে যায়। পরে মা ঘরে ঢুকে দেখতে পান ঋষিকা পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উত্তর দমদম পৌরসভার হাসপাতালে। সেখান থেকে ফুলবাগান শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঋষিকাকে মৃত ঘোষণা করেন।

উত্তর দমদম পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রশান্ত দাশ বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শুনেই আমি চলে এসেছি। আসলে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছিল। তাতেই পানি জমেছে। বাচ্চাটা শুয়ে ছিল, এরমধ্যে খাট থেকে নিচে পড়ে যায়। এখান থেকে পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে আবার শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি বেশি হলেও পানি নিষ্কাশনের অবস্থা বেহাল থাকায় পুরো ওয়ার্ডেই পানি জমে রয়েছে। কেউ সেই পানি বের হওয়ার ব্যবস্থা করছে না। ফলে আজ এই দুর্ঘটনাটি ঘটলো।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।