যুক্তরাষ্ট্রে অপরাধ কমেছে, এফবিআইয়ের প্রতিবেদন প্রকাশ
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে অপরাধের হার কমেছে, যা কোভিড-১৯ মহামারির সময় খুনের হার বেড়ে যাওয়ার পর জননিরাপত্তার ধারাবাহিক উন্নতির ইঙ্গিত দেয়।
মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর যুক্তরাষ্ট্রে আনুমানিক ১২ লাখ ২১ হাজার ৩৪৫টি সহিংস অপরাধ সংঘটিত হয়েছে—যার মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, ডাকাতি ও গুরুতর হামলা। এটি ২০২৩ সালের তুলনায় ৪.৫ শতাংশ কম।
ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ১৪.৯ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এখনো প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৫ জন খুন হচ্ছেন, যা বিশ্বের অনেক দেশের তুলনায় অনেক বেশি।
জাপানে ২০২৩ সালে খুনের হার ছিল মাত্র ০.২৩, ওমানে ০.১৪, নরওয়েতে ০.৭২ এবং কানাডায় ১.৯৮।
তবুও, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে খুনের হার ছিল গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মহামারির প্রথম বছর ২০২০ সালে এ হার ছিল ৬.৭।
ধর্ষণের ঘটনাও ২০২৪ সালে ৫.২ শতাংশ কমেছে, এবং ঘৃণাজনিত অপরাধ কমেছে ১.৫ শতাংশ, বলা হয় প্রতিবেদনে।
তথ্য অনুযায়ী: যুক্তরাষ্ট্রে প্রতি ২৬ সেকেন্ডে একটি সহিংস অপরাধ সংঘটিত হয়, ৩১ মিনিটে একটি হত্যাকাণ্ড এবং প্রতি ৪ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে।
সম্পত্তিসংক্রান্ত অপরাধ (যেমন চুরি, ডাকাতি ইত্যাদি) ২০২৪ সালে ৮.১ শতাংশ কমেছে।
এফবিআই জানিয়েছে, এই তথ্য যুক্তরাষ্ট্রের ৯৫.৬ শতাংশ জনসংখ্যা কভার করা হাজার হাজার আইনশৃঙ্খলা সংস্থার রিপোর্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে ৬৪ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, অপরদিকে ৪৩ জন দুর্ঘটনায় নিহত হন।
তাছাড়া ৮৫ হাজার ৭০০ জনের বেশি পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন, যা ২০২৩ সালের চেয়ে সামান্য বেশি এবং গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
সূত্র: আল-জাজিরা
এমএসএম