ব্রিটেনের হাসপাতালে বেড়েছে যৌন হয়রানি


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ০২ জানুয়ারি ২০১৫

ব্রিটেনের হাসপাতালগুলোতে বেড়েছে যৌন হয়রানীর ঘটনায়। গত এক হাজার ছয়শ’র বেশি যৌন হামলার অভিযোগ পেয়েছে। এ সব অভিযোগের মধ্যে ১৫৭ ধর্ষণসহ মোট ১৬১৫টি যৌন সহিংসতার ঘটনা রয়েছে। এ সব অভিযোগ থেকে বোঝা যাচ্ছে, ২০১১ সালের পর দেশটির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যৌন সহিংসতার ঘটনা ৫০ শতাংশ বেড়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

এতে আরো বলা হয়, লন্ডনের হাসপাতালগুলোতে গত বছর ১৭টি ধর্ষণ এবং ১২৪টি যৌন হামলার ঘটনা অভিযোগ পেয়েছে মেট্রোপলিটন পুলিশ। হাসপাতালের মানসিক ইউনিটগুলোতে এ জাতীয় সমস্যা অনেক বেশি প্রকট বলে এতে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস’এর ওয়ার্ড, বেসরকারি ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যৌন হামলার ঘটনাবলী এ হিসাবের মধ্যে ধরা হয়েছে।

কিন্তু এ সত্ত্বেও সরকারি কৌশুলিরা বলেছেন, হাসপাতালগুলোতে যৌন হামলার ঘটনার ৯০ ভাগই প্রকাশিত হয় না। ব্রিটেনের হাসপাতালগুলোতে যৌন হয়রানির প্রকৃত ঘটনা যে অনেক বেশি তাই এর মধ্য দিয়ে ফুটে উঠেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।