হোয়াইট হাউজ এবার পাকিস্তানে?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের আদলে এক রাজকীয় ভবন বানাচ্ছে পাকিস্তান। পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে এক একর জমির ওপর নির্মাণাধীন এই তিনতলা ভবনটি এরই মধ্যেই স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।
জানা যায়, এই ‘পাকিস্তানি হোয়াইট হাউজ’ প্রকল্পে রয়েছে একাধিক প্রশস্ত কক্ষ, বৈঠকখানা, লিফট এবং গম্বুজাকৃতির ছাদ, যা ভবনটিকে দিয়েছে রাজকীয় রূপ।
আরও পড়ুন>>
পাকিস্তানের হাত ছেড়ে আফগানিস্তান কেন ভারতমুখী হলো?
পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে মধ্যস্থতায় নামছেন ট্রাম্প
বিশ্বের চতুর্থ ‘দুর্বলতম’ পাসপোর্ট পাকিস্তানের, টানা পাঁচ বছর একই অবস্থানে
সৌন্দর্য বাড়াতে দেশীয় ও বিদেশি উৎস থেকে বিরল প্রজাতির গাছপালা ও শৌখিন উপকরণ আমদানি করা হচ্ছে। ফলে এটি শুধু সারগোধাতেই নয়, গোটা পাকিস্তানেই একটি নজরকাড়া স্থাপনা হিসেবে পরিচিতি পাচ্ছে।
View this post on Instagram
ইঞ্জিনিয়ারদের নিপুণ কারিগরি ও সাধারণ মানুষের আগ্রহের কারণে ভবনটি এখন পাকিস্তানজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এর নির্মাণকাজ চলছে চার বছর ধরে। সংশ্লিষ্টরা বলছেন, সম্পূর্ণ কাজ শেষ হতে আরও এক বছর সময় লাগবে।
উল্লেখ্য, ওয়াশিংটনের ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত হোয়াইট হাউজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়। ১৮০০ সালে রাজধানী ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে স্থানান্তরিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রেসিডেন্ট এই ভবনে বসবাস করেছেন। ‘হোয়াইট হাউজ’ নামটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাহী কার্যালয়ের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়।
সূত্র: এআরওয়াই নিউজ
কেএএ/