মাদাগাস্কারে অভ্যুত্থান

প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে ক্ষুদ্ধ জেনজিরা, নেওয়া হয়নি পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২১ অক্টোবর ২০২৫
মাদাগাস্কারের জেনারেশন জেড (জেনজি) আন্দোলন/ ছবি: এএফপি

মাদাগাস্কারের জেনারেশন জেড (জেনজি) আন্দোলনের নেতারা বলেছেন, দেশটির নতুন শাসক কর্তৃক ঘোষিত প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তে তারা অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। সম্প্রতি প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা-কে ক্ষমতা থেকে সরাতে প্রধান ভূমিকা রাখে এই আন্দোলনকারীরা।

গত সপ্তাহে কর্নেল মাইকেল র‌্যানড্রিয়ানিরিনা নেতৃত্বাধীন সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং শুক্রবার তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন। সোমবার (২০ অক্টোবর) তিনি ব্যবসায়ী হেরিন্তসালামা রাজাওনারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জেন জেড ম্যাডা এই নিয়োগের তীব্র সমালোচনা করেছে।

তারা বলেছে, এই নিয়োগ প্রক্রিয়া ছিল অস্বচ্ছ ও কোনো ধরনের পরামর্শ ছাড়াই সম্পন্ন। এটি আমাদের কাঙ্ক্ষিত কাঠামোগত পরিবর্তনের বিপরীত।

সংগঠনটি আরও জানায়, রাজাওনারিভেলোর সঙ্গে পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তাকে কীভাবে বাছাই করা হলো তা স্পষ্ট করা প্রয়োজন।

তাদের বিবৃতিতে আরও বলা হয়, আমাদের বিপ্লব দখল হতে দেওয়া হবে না। মাদাগাস্কারের তরুণ প্রজন্ম সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রস্তুত রয়েছে।

প্রায় এক মাস আগে পানি ও বিদ্যুতের ঘনঘন ঘাটতির প্রতিবাদে সারা দেশে তরুণদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে এতে সমাজের অন্যান্য শ্রেণিও যুক্ত হয় এবং আন্দোলনটি রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রূপ নেয়।

তৎকালীন প্রেসিডেন্ট রাজোয়েলিনা সংলাপের আহ্বান জানালেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে তিনি আত্মগোপনে চলে যান। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তিনি দেশত্যাগ করেছেন।

এরপর সেনাবাহিনীর অভিজাত ইউনিট ক্যাপস্যাপ-এর প্রধান কর্নেল র‌্যানড্রিয়ানিরিনা ঘোষণা দেন যে, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে।

১৭ অক্টোবর বেসামরিক পোশাকে শপথ গ্রহণের সময় তিনি বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত জনগণের সঙ্গে আমরা আনন্দের সঙ্গে জাতির জীবনে নতুন অধ্যায় সূচনা করছি।

তবে জেন জি সতর্ক করে বলেছে, যদি প্রধানমন্ত্রীর নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করা না হয় বা তা বাতিল না করা হয়, তারা নতুন প্রশাসনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।