এশিয়া-প্যাসিফিক সম্মেলনের আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২২ অক্টোবর ২০২৫
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া/ ছবি : কেসিএনএ

পূর্ব উপকূলসংলগ্ন জাপান সাগরে একাধিক স্বল্প-পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধাবার (২২ অক্টোবর) সকালে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত কয়েক মাসের মধ্যে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) এর সম্মেলন। নিজেদের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতেই উত্তর কোরিয়া এমন সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্বনেতারা।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা একাধিক প্রজেকটাইল শনাক্ত করেছে যা সম্ভবত স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাপান সাগর বা পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।

দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, তারা আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা বিবেচনায় জাপান সাগরে নজরদারি বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে এ বিষয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করছে।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং এর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো কিম জং উন। নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জোরালো করতে এপেক সম্মেলনের আগে বা চলাকালীন উত্তর কোরিয়া উস্কানিমূলক অস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন। 

এর আগে চলতি মাসে পিয়ংইয়ংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে নেতা কিম জং উন দেশের ‘সবচেয়ে শক্তিশালী’ দীর্ঘ-পাল্লার হোয়াসং-২০ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেন। ওই সামরিক কুচকাওয়াজে চীন ও রাশিয়ার শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়া বলেছে, তাদের অস্ত্র কর্মসূচি নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয়, কারণ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের শত্রু।

আগের মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের সঙ্গে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি পুনরায় বৈঠক করতে আগ্রহী। তবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না।

সূত্র : আল জাজিরা

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।