যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৪ অক্টোবর ২০২৫
লেবানন-ইসরায়েলের সীমান্ত এলাকা। ছবি: এএফপি (ফাইল)

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এটি গত নভেম্বরের ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির নতুন এক লঙ্ঘন।

বৃহস্পতিবারের (২৩ অক্টোবর) হামলায় লেবাননের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় দুজন নিহত হন। পরে দক্ষিণ লেবাননের আরাবসালিম এলাকায় আরেকটি হামলায় আরও দুজনের মৃত্যু হয়। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন।

এনএনএ জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার সীমান্তসংলগ্ন বেকা অঞ্চলের পূর্ব পার্বত্য এলাকায় একাধিক তীব্র হামলা চালায়।

এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল পর্বতমালায়ও দুইটি ইসরায়েলি হামলার খবর দিয়েছে সংস্থাটি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল একটি সামরিক প্রশিক্ষণ শিবির এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র, যা বেকা উপত্যকায় অবস্থিত।

সেনাবাহিনী আরও জানায়, আমরা ওই অঞ্চলে হিজবুল্লাহর কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছি।

হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে এবং সীমান্তের পাঁচটি চৌকিতে সেনা মোতায়েন রেখেছে, যদিও চলতি বছরের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের কথা উল্লেখ ছিল।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।