মেক্সিকোতে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০২ নভেম্বর ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

মেক্সিকোর একটি শহরে প্রকাশ্যে মেয়রকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতা ও সংঘবদ্ধ অপরাধে জর্জরিত একটি এলাকায় শনিবার জনসভা চলাকালীন বন্দুকধারীরা মেয়রকে গুলি করে হত্যা করেছে। খবর এএফপির।

জাতীয় জননিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের উরুপানের মেয়র কার্লোস মানজো শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এই হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এক হামলাকারী প্রাণ হারিয়েছেন।

মিচোয়াকান রাজ্যে বছরের পর বছর ধরে কৃষি অঞ্চলে সক্রিয় শক্তিশালী মাদক গোষ্ঠীগুলোর হাতে সহিংসতার শিকার হচ্ছেন কৃষকরা।

একটি জনসভা চলাকালে প্রকাশ্যে মানজোকে গুলি করা হয়। অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে লোকজন গুলির শব্দ শোনার পর জনাকীর্ণ অনুষ্ঠান থেকে পালিয়ে যাচ্ছেন।

মানজো ২০২৪ সালের সেপ্টেম্বরে শহরের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মাঝেমধ্যেই তাকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে রাস্তায় নিরাপত্তা টহলে যোগ দিতে দেখা গেছে। গত জুনে তার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি টহলের ভিডিওতে তিনি সহিংস অপরাধ মোকাবিলায় আরও কিছু করার জন্য ফেডারেল সরকারকে আহ্বান জানান।

এর আগে মিচোয়াকানের কৃষক প্রতিনিধি বার্নার্ডো ব্রাভোকেও গুলি করে হত্যা করা হয়। তিনি প্রতিনিয়ত অপরাধ চক্রের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। তার হত্যাকাণ্ডের কয়েকদিন পরই মানজোকে গুলি করে হত্যা করা হলো।

প্রায় দুই দশক ধরে মাদক-সম্পর্কিত সহিংসতায় জর্জরিত মেক্সিকো। গত কয়েক বছরে সেখানে অসংখ্য স্থানীয় রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে। গত মাসে সশস্ত্র হামলাকারীরা মধ্য মেক্সিকোর পিসাফ্লোরেসের মেয়রকে গুলি করে হত্যা করে।

গত জুনে দক্ষিণ মেক্সিকোতে সশস্ত্র ব্যক্তিরা এক মেয়রের অফিসে হামলা চালিয়ে তাকে এবং একজন কর্মীকে হত্যা করে। পরের দিন দেশটির পশ্চিমাঞ্চলে তার স্বামীর সাথে আরেক মেয়রকেও হত্যা করা হয়।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।