দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৫
ইসরায়েলি সেনাবাহিনী। ছবি: এএফপি (ফাইল)

ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই বছরের কম সময়ে ইসরায়েলি কারাগারে অন্তত ৯৪ ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তি মারা গেছেন।

সংগঠনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, এসব মৃত্যু পদ্ধতিগত হত্যা ও গোপন করার চেষ্টার অংশ হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগের ১০ বছরে ইসরায়েলি হেফাজতে প্রায় ৩০ ফিলিস্তিনি মারা যান।

তাদের দাবি, সাম্প্রতিক মৃত্যুর ঘটনা মূলত শারীরিক নির্যাতন, চিকিৎসা-সেবা অস্বীকার, অথবা দুইয়ের সংমিশ্রণে ঘটেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েল প্রিজন সার্ভিস জানায়, তারা আইন মেনেই বন্দিদের পরিচালনা করে।

৭ অক্টোবর ২০২৩ এর পর থেকে গাজা ও পশ্চিম তীরজুড়ে হাজারো ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে—এদের অনেককেই অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে।

ইসরায়েল আন্তর্জাতিক রেড ক্রসকে বন্দিদের তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে।
আটক কেন্দ্রগুলোতে প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে।

রিপোর্টটি তৈরি হয়েছে সরকারি নথি, ফরেনসিক রিপোর্ট, অন্যান্য মানবাধিকার সংগঠনের তথ্য, আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীদের সাক্ষ্য মিলিয়ে।

প্রতিবেদনটিতে ইসরায়েলের ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নীতিকে বিশেষভাবে দায়ী করা হয়েছে। নানান কঠোর পদক্ষেপ ও কারাগারে কঠোর অবস্থার কারণে মৃত্যুর ঘটনা বেড়েছে বলে সংগঠনের অভিযোগ।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।