নিলামে প্রিন্সের গিটার


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৬ জুন ২০১৬

প্রয়াত পপ স্টার প্রিন্সের ব্যবহৃত একটি গিটার নিলামে তোলা হয়েছে। নিলামে এটি প্রায় এক লাখ চল্লিশ হাজার ডলারে বিক্রি হয়েছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে ইয়েলো ক্লাউড নামের গিটারটি নিলামে তোলা হয়। এই গিটারটি প্রিন্সের খুব পছন্দের ছিল।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মার্কিন ফুটবল টিম ইন্ডিয়ানাপোলিস কোল্টসের মালিক জিম আরসি এই গিটারটি নিলামে কিনে নিয়েছেন।

এ বছরের এপ্রিলে দুর্ঘটনাবশত মাত্রাতিরিক্ত ঔষধ সেবনের কারণে মৃত্যু হয় এই জনপ্রিয় পপস্টারের।

আশির দশকে শুধু তার জন্যেই গিটারটি বানিয়েছিল একটি কোম্পানি। নব্বই এর দশকে অনেক কনসার্টে সেটি ব্যবহার করেন প্রিন্স।

জিম আরসির সংগ্রহে আরো রয়েছে কিংবদন্তি মিউজিসিয়ান জন লেনন, বব ডিল্যান এবং গ্রেটফুল ডেড ব্যান্ডের জেরি গার্সিয়ার ব্যবহৃত বাদ্যযন্ত্র।

এর আগে গত ডিসেম্বরে বিটলস ব্যান্ডের ড্রামার রিংগো স্টারের ব্যবহৃত ড্রামস দুই মিলিয়ন ডলারে কিনেছেন তিনি। এখন প্রিন্সের গিটারও সংগ্রহ করলেন তিনি।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।