মৃতপ্রায় ডেড সী


প্রকাশিত: ০৮:০৪ এএম, ২৬ জুন ২০১৬

জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত ডেড সি সম্পর্কে বলা হয় এর পানি এতটাই ঘন যে এতে রীতিমত বসে থাকা যায়। কিন্তু সেই ‘মৃত’ সাগর দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে এবং সত্যি সত্যিই হয়তো মারা যাচ্ছে ডেড সী। খবর বিবিসির।

তিরিশ বছর আগে ইসরায়েলের এনগেডি রিসোর্টটি ডেড সির গা ঘেষে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন এই সমুদ্র এত দ্রুত সঙ্কুচিত হয়ে আসছে যে তার পানি দেখতে হলে পর্যটকদের একটি ট্রেনে করে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।

তবে এখনো মৃতপ্রায় ডেড সীর কিছু গুণাবলী অটুট রয়েছে। এখনো আপনি চাইলে খনিজ সমৃদ্ধ, স্বাস্থ্যকর কাদামাটি গায়ে মাখতে পারবেন কিংবা ঘন লবণাক্ত পানিতে নামতে পারবেন। তাতে ভেসে থেকে বইও পড়তে পারবেন।

ডেড সির পানিতে ভেসে থাকার আগ্রহেই সেখানে যান অনেক পর্যটক। এ সম্পর্কে ইউক্রেন থেকে আসা পর্যটক নাতালিয়া জানিয়েছেন, তার এতটা দীর্ঘ পথের যাত্রা বৃথা হয়নি।

তিনি বলেন, আমি এর আগে কখনো এই কাদামাটি ব্যবহার করিনি। আমার খুবই ভাল লেগেছে। আমার মনে হচ্ছিলো কোন এক শক্তি আমাকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে।

বেশ কয়েক বছর হলো ডেড সির আশেপাশের চেহারা খুব দ্রুত পরিবর্তন হয়েছে। গতবছরও এখানে পর্যটকদের জন্য থাকার জায়গা, দোকানপাটসহ আরো অনেক ধরনের সুযোগ সুবিধা ছিল। কিন্তু এখন সেসবের কিছুই আর নেই।

তাছাড়া জর্ডানের যে নদী থেকে ডেড সিতে পানি আসে সেই নদীর পানি সরিয়ে নেয়া হচ্ছে। এর ফলেও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ডেড সী।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।