যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা

সেনাবাহিনীতে ৫৬০০ নতুন সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৫
স্বাধীনতার ২১২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সামরিক কুচকাওয়াজে মার্চ করছে ভেনেজুয়েলান সেনাবাহিনীর একাংশ/ ৫ জুলাই, ২০২৩ তারিখে তোলা ছবি/ এএফপি

মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সেনাবাহিনীতে নতুন করে ৫৬০০ সদস্য যুক্ত করলো ভেনেজুয়েলো। শনিবার (৬ ডিসেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করা হয়।

তেলসমৃদ্ধ এই দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীতে এ নিয়োগ বৃদ্ধির নির্দেশ দেন।

কারাকাসের বৃহত্তম সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’তে শপথ অনুষ্ঠানে কর্নেল গ্যাব্রিয়েল আলেহান্দ্রো রেন্ডন ভিলচেজ বলেন, কোনো পরিস্থিতিতেই আমরা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেব না।

সরকারি হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলার নিয়মিত সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ২ লাখ। এর বাইরে দেশটির আরও ২ লাখ পুলিশ সদস্য রয়েছে।

মাদুরো সরকার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের অজুহাতে ক্যারিবীয় সাগরে যুদ্ধ জাহাজের বহর ও বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। তাছাড়া, চলতি বছরের সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী অন্তত ২২টি নৌযানে হামলা চালিয়ে ৮৩ জনকে হত্যা করেছে বলে দাবি ভেনেজুয়েলার।

ওয়াশিংটন সম্প্রতি মাদুরোকে ‘কার্টেল অব দ্য সান্স’ নামের কথিত মাদকচক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত বলে ঘোষণা করেছে। তবে মাদুরো দাবি করছেন, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করা ও তার দেশের তেলসম্পদ দখল করার পরিকল্পনা করছে।

এদিকে, একই দিনে একটি মানবাধিকার সংগঠন জানায়, সন্ত্রাস ও উসকানির অভিযোগে আটক দেশটির সাবেক এক বিরোধী দলীয় গভর্নর কারাগারে মারা গেছেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নুয়েভা এসপার্তা প্রদেশের গভর্নর ছিলেন আলফ্রেদো দিয়াজ।

৫৫ বছর বয়সী আলফ্রেদো দিয়াজ হচ্ছেন নভেম্বর ২০২৪-এর পর থেকে কারাগারে মৃত্যু হওয়া অন্তত ছয় জন বিরোধী নেতার একজন। বিতর্কিত জুলাই নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে জয় দাবি করলে, দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ও এরপরই এ সব বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়।

রাজনৈতিক বন্দিদের অধিকার রক্ষায় কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালক আলফ্রেদো রোমেরো জানান, দিয়াজকে এক বছর ধরে একাকী কারাবন্দি রাখা হয়েছিল ও এই দীর্ঘ সময় তার মেয়ের সঙ্গে মাত্র একবার সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়।

সংগঠনটির দাবি, ভেনেজুয়েলায় বর্তমানে কমপক্ষে ৮৮৭ জন রাজনৈতিক বন্দি রয়েছেন।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।