সোমবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫
হোয়াইট হাউজে বেঞ্জামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি: এএফপি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। রোববার (২৮ ডিসেম্বর) নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। চলতি বছরে এটি যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে তার পঞ্চম বৈঠক।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর এমন একটি সময়ে হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা গাজার তাণ্ডব চলমান ইসরায়েল-হামাস সীমানা যুদ্ধের দ্বিতীয় ধাপের শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ডিসেম্বরের মধ্যভাগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, নেতানিয়াহু সম্ভবত বড়দিনের ছুটি চলাকালে ফ্লোরিডায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমরা এটি আনুষ্ঠানিকভাবে ঠিক করিনি, তবে তিনি আমার সঙ্গে দেখা করতে চান।

ইসরায়েলি একটি সংবাদপত্র জানিয়েছে, বৈঠকে ইরান, ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা চুক্তি আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সীমানা যুদ্ধের শান্তি ও গাজার পরবর্তী পর্যায়ের চুক্তিসহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্টোবরের গাজা শান্তি চুক্তির দ্বিতীয় পর্যায়ে অগ্রগতি ধীর গতিতে হচ্ছে, যা ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মধ্যস্থতা করা হয়েছিল। এদিকে, শান্তি চুক্তিটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে; কারণ উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারীরা উদ্বিগ্ন যে ইসরায়েল ও হামাস উভয়েই শান্তিচুক্তি প্রক্রিয়া বাধাগ্রস্থ করছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যাক্সিওস ওয়াইট হাউজ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন দ্রুত গাজায় ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সরকার ঘোষণা ও আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করতে চায়।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।