মার্কিন নির্বাচনের ফল
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারিকে হারিয়ে তিনি দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
প্রেসিডেন্ট :
|
ডেমোক্র্যাট (হিলারি) |
রিপাবলিকান (ট্রাম্প) |
|
২১টি অঙ্গরাজ্যে জয়ী |
৩০টি অঙ্গরাজ্যে জয়ী |
|
২২৮টি ইলেক্টোরাল ভোট |
২৯০টি ইলেক্টোরাল ভোট |
সিনেট :
|
ডেমোক্র্যাট (হিলারি) |
রিপাবলিকান (ট্রাম্প) |
|
৪৮ |
৫১ |
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ:
|
ডেমোক্র্যাট (হিলারি) |
রিপাবলিকান (ট্রাম্প) |
|
১৯২ |
২৩৯ |
এরআরএস/পিআর