মালয়েশিয়ার সেই বিমানটি খুঁজে পাওয়া যাবেই


প্রকাশিত: ০৪:৪৫ এএম, ০৮ মার্চ ২০১৫

মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী আশা প্রকাশ করেছেন, গত বছরের ৮ মার্চ হারিয়ে যাওয়া বিমান এমএইচ ৩৭০ খুঁজে পাওয়া যাবেই। ২৩৯ জন যাত্রী নিয়ে বিমানটি নিখোঁজ হওয়ার এক বছর পূর্তির একদিন আগে (শনিবার) এক স্মরণসভায় যোগাযোগমন্ত্রী লিও তিয়ং লাই এ মন্তব্য করেন।

তার ভাষ্যানুযায়ী, ভারত মহাসাগরের তলদেশেই কোথাও এটা আছে এবং অব্যাহত অভিযান পরিচালনাকারীদের চোখ এড়াতে পারবে না এ বিশাল যন্ত্রদানব। সুতরাং এমএইচ ৩৭০ খুঁজে পাওয়াটা স্রেফ সময়ের ব্যাপার। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কোনো তথ্য লুকোচ্ছে বলে যে গুজব উঠেছে, তা ভিত্তিহীন। কর্তৃপক্ষ এ নিখোঁজ অভিযানের অগ্রগতি জানানোর বিষয়ে পূর্ণভাবে স্বচ্ছ।

অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক তল্লাশি অভিযান পরিচালনাকারী দল ভারত মহাসাগরের দক্ষিণ উপকূল থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলের বিশেষায়িত ৬০ হাজার বর্গকিলোমিটার অঞ্চলকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করে অভিযান চালানো হচ্ছে। এতে ব্যয় ধার্য হয়েছে প্রায় ৭২৫ কোটি টাকা। অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া যৌথভাবে এ ব্যয়ভার বহন করছে। সূত্র : বিবিসি, এএফপি।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।