ইয়েমেনে আরও ১৮০ বাংলাদেশি উদ্ধার


প্রকাশিত: ১১:৫২ এএম, ১০ এপ্রিল ২০১৫

ইয়েমেন থেকে আরও ১৮০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। দেশটির আল হুদায়দাহ বন্দর থেকে সুমিত্রা নামে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ তাদের নিয়ে শুক্রবার সকালে আফ্রিকার দেশ জিবুতিতে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য জানান।

এদিকে অন্যান্য বাংলাদেশিকে ইয়েমেন থেকে নিরাপদে সরিয়ে আনতে বাংলাদেশের উড়োজাহাজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া সবাইকে জিবুতির একটি আবাসিক হোটেলে রাখা হবে। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রায় তিন হাজার বাংলাদেশি রয়েছেন। তবে ইয়েমেনে অবস্থান করা বাংলাদেশিরা বলছেন এ সংখ্যা অন্তত ১০ হাজার।

জানা গেছে, এ পর্যন্ত ৫৫৩ বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করিয়েছেন। তাদের ফিরিয়ে আনতে সানাতে তিন দিনের জন্য জরুরি বিমান অবতরণের অনুমতি পেয়েছে বাংলাদেশ। জিবুতিতেও বিমান পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইয়েমেনের আকাশ পথের নিয়ন্ত্রণ এখন সৌদি আরবের হাতে থাকায় সৌদি সরকারের কাছে সানাতে বিমান অবতরণের অনুমতি চায় ঢাকা। সৌদি সরকার আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল সানাতে বাংলাদেশের বিমান নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। এখন ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার।

বাংলাদেশসহ মোট ২৬টি দেশের নাগরিকদের ইয়েমেন থেকে উদ্ধারের আবেদন পায় ভারত। এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন।

ইয়েমেনে মোট কতোজন বাংলাদেশি আছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ইয়েমেনে তিন হাজার ৬০০ বাংলাদেশি গেছেন। অনেক বাংলাদেশি ওমান বা সৌদি আরবে যাওয়ার জন্য ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করেন। ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা হয়। তবে বাংলাদেশিদের উদ্ধার কাজ সমন্বয় করতে মাহবুব আলমসহ দু’জন কর্মকর্তাকে জিবুতি পাঠানো হয়েছে। তুরস্ক দূতাবাস থেকে সেখানে যোগ দিয়েছেন আরো দুই কর্মকর্তা।

প্রসঙ্গত, শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে সুন্নি প্রধান কয়েকটি দেশ ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যেই আটকা পড়েছে সে দেশে থাকা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।