জাপানে পাইলটদের চাকরির বয়স বাড়লো


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

জাপানে পাইলটদের চাকরির বয়স বৃদ্ধি করে ৬৭ বছর করা হয়েছে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পাইলটদের ব্যাপক ঘাটতি দেখা দেয়ায় বৃহস্পতিবার তাদের বয়স বাড়ানো হলো। এর আগে জাপানে পাইলটদের চাকরির বয়স ছিল ৬৫ বছর।

দেশটির নতুন আইন অনুযায়ী যাদের বর্তমান বয়স ৬৪ বা তার কম তারা তাদের ৬৮তম জম্মদিন পর্যন্ত চাকরি করার সুযোগ পাবেন।

জাপানের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘পাইলটদের ঘাটতি পূরণ করতেই আমাদের এই পদক্ষেপ।’

পরিবহন মন্ত্রণালয় জানায়, বর্তমানে জাপানে ৫ হাজার ৯শ’ পাইলট রয়েছেন। এদের মধ্যে ৫শ’ পাইলটের বয়স ৬০ বছর বা তার বেশি।
তুলনামূলকভাবে কম ভাড়ার বিমানের যাত্রীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় পাইলটের ঘাটতি দেখা দেয়। এ কারণে গত বছর বিভিন্ন এয়ারলাইন বাধ্য হয়ে তাদের কয়েক হাজার ফ্লাইট বাতিল করে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।