চীনে কয়লাখনি প্লাবিত হয়ে প্রাণহানি ২১


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

চীনে একটি কয়লাখনি প্লাবিত হয়ে ২১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রায় অনিয়ন্ত্রিত এ শিল্পে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা। বৃহস্পতিবার চীনের এক সরকারি কর্মকর্তা এএফপি’কে এ কথা জানান।

চীনের ওয়ার্ক সেফটি রেগুলেটরের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের দাতংয়ে ওই কয়লাখনির ভূগর্ভস্থ রিজার্ভার থেকে এ বন্যার সৃষ্টি হয়। এ সময় ওই কয়লাখনিতে ২৪৭ জন কর্মী কাজ করছিলেন।

শানজি অ্যাডমিনিস্ট্রেশন অব কোল মাইন সেফটি’র এক কর্মকর্তা বলেন, সেখানে এ বন্যার ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়। এদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও এএফপিকে জানান তিনি।

শিনহুয়া জানান, রোববার দুর্ঘটনার পর জিয়াংজিওয়ান খনিতে ২২৩ জন কর্মী নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং ২৪জন আটকা পড়েছেন। এদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে এদের একজন হাসপাতালে মারা যান। বার্তা সংস্থা জানায়, দাতং কোল মাইন গ্রুপের মালিকানাধীন এ কয়লা খনিটি বার্ষিক উৎপাদন প্রায় ৯ লাখ মেট্রিক টন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।