পাকিস্তানের স্কুলে ফের বন্দুকধারীদের হামলা : নিহত ১


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৪ মে ২০১৫
ফাইল ছবি

পাকিস্তানের একটি সরকারি স্কুলে ফের হামলা চালিয়েছে বন্দুকধারীরা। অতর্কিত এ হামলায় স্কুলের নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। এই হামলা ফের উস্কে দিল গতবছরের ডিসেম্বরে পেশওয়ারের এক সেনা স্কুলে সন্ত্রাসবাদী হামলার ভয়াবহ স্মৃতি। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৫০ জন, তাদের মধ্যে ১৩৬ জনই শিক্ষার্থী ছিলেন।

হামলাকারীদের আক্রমণের নিশানায় ছিল, পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের দেরা গাজি খান জেলার সরকার পরিচালিত এক স্কুল। জিও টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনজন বন্দুকধারীর মধ্যে দুজন হঠাৎ স্কুলে ঢুকেই এলোপাথারি গুলি চালাতে থাকে।

অতর্কিত আক্রমণে নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে কারণ, হামলাকারীরা দেওয়াল টপকে স্কুলের ভেতর ঢুকে পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে গেছে। পাঞ্জাব পুলিশ সূত্র জানায়, আক্রমণের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।