সৌদিতে রোজা শুরু শনিবার


প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৫ মে ২০১৭

সৌদি আরবের আকাশে আজ কোথায় রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। খবর আরব নিউজ

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর সদস্য খালিদ আল-জাক বলেন, এ বছর রোজা শুরু ও শেস হবে শনিবার দিয়ে আর মাস হবে ২৯ দিনের। এ মাসে শুক্রবার রয়েছে চারদিন।

বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান প্রতিবছর রোজা পালন করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।