মার্কিন বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৮ মে ২০১৫

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপূঞ্জে ২২ জন মেরিন সেনা সদস্য নিয়ে একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া উড়তে দেখা গেছে। বিলজ বিমান ঘাঁটিতে রোববার স্থানীয় সময় সকাল ১১টার এই দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একটি এমভি-২২ ওসপ্রে এয়ারক্র্যাফট ২২ মেরিন সেনা নিয়ে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একজন সেনা নিহত ও ২১ জন আহত হয়েছে।

আরএএইচ/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।