মোদির চীন সফর নিয়ে ‘ঘরে-বাইরে’ সমালোচনা
চীনসহ ত্রিদেশীয় সফরে বিপুলভাবে সমাদৃত হয়েও আপন দেশে সমালোচনা পিছু ছাড়লো না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ‘ঘরে-বাইরে’ চলছে সমালোচনা। যদিও বিরোধীদলের বিরোধিতা স্বাভাবিক। তবে দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ থেকেও সমালোচনা শুরু হয়েছে।
বিজেপির জোটসঙ্গী শিবসেনা সরব মোদির চীন সফর নিয়ে। সোমবার শিবসেনার মুখপত্র ‘সামনা’ পত্রিকায় লেখা হয়েছে, ‘মোদি কি বুঝতে পারছেন না, এ সফরে তিনি যে দেশে প্রথম পা রেখেছেন সেই চীনের নীতি হচ্ছে সামনে কোলাকুলি আর পেছনে সর্বনাশ করা? এটা ভুললে চলবে না।’
একইসঙ্গে শিবসেনার মুখপত্রে আরো দাবি করা হয়েছে, ‘আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত বারংবার সীমান্ত ইস্যুতে চীন আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পাকিস্তানকে অনবরত সাহায্য করেছে চীন। ১৯৬২ সালে যখন ভারতের তরফে স্লোগান দেওয়া হয়েছিল হিন্দি-চীনা ভাই ভাই, সেই সময়ও ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল চীন।’
ঠিক একইভাবে সোমবারও নরেন্দ্র মোদির বিদেশ সফরের বিরুদ্ধে সরব হন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, ‘শুধুমাত্র বিদেশে ঘুরে না বেড়িয়ে অন্তত একজন কৃষকের বাড়িতে যাওয়া উচিত প্রধানমন্ত্রীর।’
এসএইচএস/বিএ/পিআর