২০২০ সালের মধ্যে গলে যাবে অ্যান্টার্কটিকার প্রাচীন বরফ প্রাচীর


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৯ মে ২০১৫

অ্যান্টার্কটিকার বিখ্যাত লারসেন বি নামের অন্যতম এক বরফ প্রাচীর অংশ গলতে শুরু করেছে এবং ২০২০ সালের মধ্যেই তা পুরোপুরি গলে যাবে বলে মহাকাশ গবেষণা সংস্থা- নাসার একটি গবেষণা প্রতিবেদনে আশংকা করা হয়েছে। সত্যি সত্যিই যদি নাসার গবেষণা বাস্তবে রূপ নেয় তাহলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে প্রায় ১০ হাজার বছরের পুরনো এই বরফ প্রাচীর।

ভূমির সঙ্গে সম্পর্কযুক্ত ভাসমান এই বরফ প্রাচীরগুলোর মধ্যে একসময় অন্যতম পুরু ও বৃহদাকার হিসেবে বিখ্যাত ছিল লারসেন বি। এটি সৃষ্টি হয়েছিল প্রায় ১০ হাজার বছর আগে। মূলত ২০০২ সালে এই বরফ প্রাচীরটিতে যখন ধস নামে তখনই প্রথমবারের মতো এটির আয়তন কমতে থাকার বিষয়টি বিশ্বের নজরে আসে।

মাত্র ছয় সপ্তাহে বরফ প্রাচীরটির উল্লেখযোগ্য রকমের একটি বিশাল অংশের দ্রুত গলে যাওয়ার দৃশ্য অবলোকন করেন বিজ্ঞানীরা। হিমবাহের সম্প্রসারিত রূপ- বিশাল বরফ প্রাচীর বা আইস শেলফ পৃথিবীর স্থল ও জলভাগের মধ্যকার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এ বরফখণ্ডগুলো গলে যাওয়ার মানে হচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া।

নাসা জানিয়েছে, লারসেন বি বরফ প্রাচীরের এ গলে যাওয়ার ধরন দেখে ধারণা করা হচ্ছে যে অ্যান্টার্কটিকা বর্তমানে ধারাবাহিকভাবে উষ্ণতর গ্রীষ্মের সম্মুখীন হচ্ছে। এ ধারা অব্যাহত থাকা মানে পৃথিবীর জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।