আদালতে ইংলাক সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা মঙ্গলবার সকালে ব্যাংককের আদালতে পৌঁছেছেন। চালে ভর্তুকির ইস্যুতে অবহেলা সংক্রান্ত এক মামলার শুনানীতে অংশ নিতে তিনি আদালতে যান। অভিযোগ প্রমাণিত হলে ইংলাকের ১০ বছরের কারাদণ্ড হতে পারে। খবর বিবিসি।
মঙ্গলবার থাই সুপ্রিম কোর্টে পৌঁছে ইংলাক সাংবাদিকদের উদ্দেশে বলেন, নিজেকে নির্দোষ প্রমাণিত করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। থাই সংবাদপত্র দ্য নেশন-কে গত সপ্তাহে ইংলাক বলেন, আদালতে সূচনা বক্তব্যে নিজের অবস্থান ব্যাখ্যা করব।
এছাড়া চালে ভর্তুকির বিষয় নিয়ে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন ইংলাক। এই মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের মে মাসে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে প্রধানমন্ত্রী হিসেবে ইংলাককে অযোগ্য ঘোষণা করেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত। এর কয়েক সপ্তাহ পরে দেশের শান্তি ও স্থিতিশীলতার দোহাই দিয়ে ক্ষমতা কেড়ে নেয় দেশটির সেনাবাহিনী। এখন সেনা শাসনেই চলছে থাইল্যান্ড।
এএইচ/এমএস