মন্ত্রীর রাস্তা আটকালেন নারী নিরাপত্তাকর্মী


প্রকাশিত: ১১:৩০ এএম, ১৯ মে ২০১৫

ভারতের পানীয় জল এবং শৌচাগারবিষয়ক মন্ত্রী রাম কৃপাল যাদবের রাস্তা আটকালেন এক নারী নিরাপত্তাকর্মী। মঙ্গলবার সকালে দেশটির বিহার প্রদেশের রাজধানী পাটনা বিমানবন্দরে এ ঘটনা ঘটে।  

ভারতীয় গণমাধ্যম সূত্রে যানা যায়, বিমানবন্দরের এক্সিট (বহিরাগমন) গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন দেশটির পানীয় জল এবং শৌচাগারবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাম কৃপাল যাদব। আরেক কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গারু দত্তাত্রেয়কে আনতে গিয়েছিলেন তিনি।

কিন্তু এক্সিট গেটে তাকে আটকে দেন এক নারী সিআইএসএফ কর্মী। বারবার বলা সত্ত্বেও ওই নিরাপত্তারক্ষী মন্ত্রীকে ঢুকতে দিতে রাজি হননি। ওয়াকি-টকিতে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলার পরেও সিদ্ধান্ত বদলাননি ওই নারী।

পরে মন্ত্রী নিজেই ক্ষমা চেয়ে বিবাদ মিটিয়ে নেন। এরপর ওই নারী রক্ষীকে চাকরিতে রাখা হবে কি-না তা নিয়ে প্রশ্ন উঠলে, মন্ত্রীর হস্তক্ষেপে সেই সমস্যাও মিটে যায়। সেই মন্ত্রীর হস্তক্ষেপেই চাকরি বেঁচে যায় ওই নারী সিআইএসএফ কর্মীর।

এসএইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।