যুব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৫ জুন ২০১৫

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচে তারা মাত্র দুই পয়েন্ট পায়।

অথচ টুর্নামেন্টে ফেভারিটের তকমা নিয়েই নেমেছিল তারা। এর আগে পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর ঘানার সঙ্গে ২-৩ গোলে হেরে যায় তারা।

ছয়টি গ্রুপে মোট ২৪ দল নিয়ে আয়োজিত হয় টুর্নামেন্ট। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল ছাড়াও তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দলও খেলবে পরবর্তী রাউন্ডে। কিন্তু তৃতীয় স্থানে থাকা ছয়টি দলের মাঝে আর্জেন্টিনার অবস্থান পঞ্চম।

যুবাদের এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা। ১৯৯৫ সাল থেকে ২০০৭ পর্যন্ত সাত আসরে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মেসিদের উত্তরসূরিরা।

কিন্তু এবার প্রথম রাউন্ডের গণ্ডিই পার হতে পারলোনা জুনিয়র মেসিরা। ২০০৯ এবং ২০১৩ এর বিশ্বকাপে বাছাই পর্বই পার হতে পারেনি তারা।

আরটি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।