নতুন ইন্তিফাদা ঘোষণা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

ইসরায়েলের বিরুদ্ধে নতুনভাবে ইন্তিফাদা বা অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর হামাসের পক্ষ থেকে এ ধরনের ঘোষণা আসলো।

হামাসের একজন নেতা ইসমাইল হানিয়েহ গাজায় দেয়া ভাষণে জানান, ইহুদি শত্রুর মোকাবিলার জন্য আমাদের ইন্তিফাদা ঘোষণা করা এবং সে অনুযায়ী কাজ করা উচিত।

প্রসঙ্গত, পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। ইসরায়েলে এখন পর্যন্ত কোনো দেশের দূতাবাস না থাকলেও তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ট্রাম্পের এ ধরনের ঘোষণায় বিশ্বনেতারা তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পরম বন্ধু সৌদি আরব থেকে শুরু করে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসও নিন্দা জানিয়েছেন। এমনকি জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের সমালোচনা করেছে।

সূত্র : রয়টার্স

কেএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।