কম্পিউটারও দেখে পর্নোগ্রাফিক স্বপ্ন!


প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১০ জুলাই ২০১৫

শিরোনাম পড়েই চমকে উঠলেন? ভাবছেন কম্পিউটার আবার স্বপ্ন দেখা শুরু করল কবে? তাও আবার সব ছেড়ে পর্ন দুনিয়ার? শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি করে দেখাল গুগল।

গত সপ্তাহে গুগল তাদের সাইকেডেলিক ডিপ ড্রিম প্রোগ্রাম প্রকাশ্যে এনেছে। যার মাধ্যমে একসঙ্গে বহু লোকের চাহিদার একটা মোটামুটি আঁচ করা যেতে পারে। এর জন্য প্রয়োজন তাদের প্রত্যেকের কম্পিউটারের ডেটাবেস। তাদের পছন্দ অপছন্দের যে চিহ্ন রয়ে যায় কম্পিউটারে তা থেকেই একসঙ্গে বহু লোকের ‘স্বপ্ন’ আঁচ করা যায়। ছবিকে ব্যবহার করে ডিজিট্যালি তৈরি করা হয় একটি সাইকেডেলিক ড্রিমস্কেপস।

কিন্তু এর উত্তরটা কতটা বিভৎস হতে পারে তা আপনি আঁচ করতে পারবেন না। আপনার কম্পিউটারে নিশ্চয় অনেক পশুপাখি-প্রকৃতির ছবি রয়েছে। এই কম্পিউটার প্রোগ্র্যাম সেই ছবিগুলিকে একসঙ্গে একজায়গায় মিশিয়ে একটি কাল্পনিক চেহারার রূপ দেবে। সেটা কতটা ভয়ংকর হতে পারে নিজেই দেখে নিন।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।